আমার ছবি শেষ পর্য্যন্ত দর্শকের মুখ দেখল। সব্বাইকে ধন্যবাদ যারা এই ছবির সঙ্গে যুক্ত ছিলেন। আমি বিশ্বাস করি সমস্ত দর্শকের কোনো ছবি ভালো লাগবে। ভালোটা আপেক্ষিক , তিনি কিভাবে দেখছেন বা কিভাবে দেখতে চাইছেন তার কোনো সর্বজনীন একক হতে পারে না। আর এই ছবিটা তো আরো না হওয়ার কথা যেখানে অসংখ্য মানুষ সেই সময় বা মানুষের সঙ্গে সহবাস করেছেন বা এখনো করছেন। তাই বিভিন্ন ভাবে দেখার যে মজা আছে , তার প্রতিক্রিয়ার ধরনে যে বিভিন্নতা আছে সবটাই আমাকে প্রাণিত করেছে।
Monday, September 21, 2015
Monday, July 27, 2015
Tuesday, March 17, 2015
Subscribe to:
Comments (Atom)